Sunday, May 27, 2018

মুজিবের স্বপ্নের আরেকটি বিষ্ফোরণ -


ভিডিও সহ  চেতনা সংবাদঃ

কমল নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চেতনার লড়াকু সৈনিক, রাকিবুল হাসান বিপ্লব।

গতকাল সবাই যখন তারাবীর নামাজে ব্যাস্ত সে তখন চেতনার দাওয়াত নিয়ে আপত্তিকর অবস্থায় এলাকার এক দর্জির স্ত্রী'র সাথে এ অবস্থায় ক্যমরাবন্দি!!

বেরসিক জনতার বিচার্চাই, জয় বাংলা

বিশ্বকাপের বাকি ১৮ দিন ম্যারাডোনার গোল আর আর্জেন্টিনার দুঃখ

খেলা ডেস্ক

আপডেট: ২৭ মে ২০১৮, ১০:৫৮


বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ১৮ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘১৮’ সংখ্যাটি নিয়ে

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন সব ফুটবলার। সে স্বপ্নটা চুরমার হয়ে গেলে অনেকেই নিয়ে বসেন চূড়ান্ত সিদ্ধান্ত। বেলজিয়াম দলে সুযোগ না পেয়ে অবসর নিয়ে নিয়েছেন রাজা নাইনগোলান। জার্মানি দলে সুযোগ না পেয়ে তাঁর আগেই সে পথে হেঁটেছেন সান্ড্রো ভাগনার। আর চূড়ান্ত ২৩ জনের দলে না থাকায় রাগ করে বদলিদের তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছেন ফ্রান্সের রাবিওত।
এ তিনজনেরই বয়স ত্রিশ বা এর নিচে। তাঁরা হয়তো ডেভিড জেমসের নামটি ভুলে গিয়ে থাকবেন। ২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গোলবার সামলেছিলেন জেমস। বিশ্বকাপে সেদিনই অভিষেক তাঁর। ৩৯ বছর ৩২১ দিন বয়সে এসে স্বপ্নপূরণ করেছেন এই গোলরক্ষক। নাইনগোলান কিংবা ভাগনার সিদ্ধান্ত বদলানোর কথা ভাবতেই পারেন।
জেমস তবু বিশ্বকাপে জায়গা করেছেন। ম্যাকডোনাল্ড টেলরের গল্পটা তো আরও মজার। ইউএস ভার্জিন আইল্যান্ডের হয়ে সেইন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন টেলর সিনিয়র। ৪৬ বছর ১৭৫ দিন বয়সে খেলতে নেমে বাছাইপর্বের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড করেছেন টেলর। দিনটা মনে রাখতে পারেন চাইলে, ১৮ ফেব্রুয়ারি, ২০০৪। আর জেমস বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড করেছিলেন এর ঠিক ৬ বছর ৪ মাস পর, ১৮ জুন, ২০১০ সালে।
১৮ সংখ্যার সঙ্গে আর্জেন্টিনার কিন্তু অম্লমধুর সম্পর্ক। দেশটির ইতিহাসের সেরা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা ১৯৮২ সালের ১৮ জুন বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। আর বিশ্বকাপের এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলও ১৮টি। বিশ্বকাপে এক আসরে ১৮ গোল করার রেকর্ড আছে ব্রাজিল ও জার্মানির। তবে ২০০২ ও ২০১৪ বিশ্বকাপে এ দুই দল ১৮ গোল করে বিশ্বকাপ জিতলেও ১৯৩০ বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছিল আর্জেন্টিনা। ১৯৭৮ ও ’৮৬-এর বিশ্বকাপ জিতলেও ১৮ গোলের রেকর্ড ছুঁতে পারেনি আর্জেন্টিনা।
আরেকটি রেকর্ডে অবশ্য আর্জেন্টিনাকে সঙ্গী রাখেনি ব্রাজিল-জার্মানি। বিশ্বকাপে টানা ম্যাচে গোলের রেকর্ড এ দুই দলের। ১৯৩০ থেকে ১৯৫৮ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৮ ম্যাচে অন্তত ১ গোল করেছে ব্রাজিল। এক বিশ্বকাপ পরে শুরু করলেও ১৯৫৮ বিশ্বকাপের মধ্যেই টানা ১৮ ম্যাচে গোলের রেকর্ড গড়েছিল জার্মানিও।

Saturday, May 26, 2018

‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ৪

অনলাইন ডেস্ক
 
আপডেট: ২৭ মে ২০১৮, ১১:১৯Sobujbanglatv.blogspot.com
দেশজুড়ে র‍্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে গতকাল শনিবার দিবাগত রাতে চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ আরও ৪ জন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, তাঁদের মধ্যে মেহেরপুর ও ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দুজন। বাকি দুজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে।
এ নিয়ে মাদকবিরোধী অভিযান শুরুর পর ১৩ দিনে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৫ জনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাঁদের ৭৮ জনই মাদক ব্যবসায়ী। শনিবার দিবাগত রাতের বন্দুকযুদ্ধের পর দু-একটি ছাড়া প্রতিটি ঘটনাস্থল থেকেই ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করার হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্র বলেছে, ১৭ মে থেকে গতকাল শনিবার পর্যন্ত ৯ দিনে সারা দেশে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে ৭ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ লাখ ইয়াবা, ২ হাজার কেজি গাঁজা, ১৭ কেজি হেরোইন, ১৩ হাজার বোতল ফেনসিডিল ও ১ হাজার ১০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল, মাইক্রোবাস এবং ট্রাকও জব্দ করা হয়েছে। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাড়ে ৫ হাজার মামলা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মেহেরপুর: গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের বাথানমাঠে কথিত বন্ধুকযুদ্ধে হাফিজুর রহমান ওরফে হাফিজ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে হাফিজুরের লাশ পায়। পুলিশের দাবি, হাফিজুর একজন মাদক ব্যবসায়ী। নিজেদের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। গাংনী থানায় তাঁর বিরুদ্ধে মাদকের দুই ডজনের বেশি মামলা রয়েছে।
ময়মনসিংহ: ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ডিবির ভাষ্য, মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে- এমন খবরের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার টহল পুলিশও। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত একজনকে পাওয়া যায়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনায় হুমায়ুন ও আমির হামজা নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঝিনাইদহ: শৈলকুপার বড়দাহ জামতলায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তাঁর নাম রফিকুল ইসলাম ওরফে গাঁজা লিটন। পুলিশ বলেছে নিহিত ব্যক্তি চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে গাঁজা লিটন নিহত হয়েছে। তাঁর বিরুদ্ধে শৈলকুপাসহ পার্শ্ববর্তী থানাগুলোতে ১২টি মাদক মামলা রয়েছে। 
স্থানীয় কয়েকজনের ভাষ্য, রাত ১টার পর তারা হঠাৎ করে গুলির শব্দ শুনতে পান। এরপর তারা ঘর থেকে বেরিয়ে বড়দাহ জামতলায় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
চাঁদপুর: মতলব দক্ষিণে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. সেলিম (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। গতকাল দিবাগত রাত তিনটার দিকে মতলব দক্ষিণ থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল চাঁদপুরের মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। কিন্তু তাঁর সহযোগীকে তাঁকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর চড়াও হয়। দুই পক্ষে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। এ সময় সেলিম গুলিবিদ্ধ হন। তাঁকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। 
মতলব দক্ষিণ থানার ওসি কুতুব উদ্দিন বলেন, এই ঘটনায় তাদের ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।